ইসির নিয়োগ পরীক্ষায় ‘জালিয়াতি’, সাতজনকে থানায় সোর্পদ
অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে থানায় সোপর্দ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। তাঁদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
থানায় সোপর্দ করা সাতজন হলেন হাফিজুর রাহমান, ইরাম মিয়া, রিপন ইসলাম, পলাশ চন্দ্র, মো. তারিকুজ্জামান, নুর মোহাম্মদ ও মো. আবদুল্লাহ। পরীক্ষায় প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদে গত ৩১ মার্চ নৈর্ব্যক্তিক ও ১৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ১৭ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে মৌখিক পরীক্ষায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার সময় প্রতারণার বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তখন তাঁদের হাতের লেখা পরীক্ষা করা হয়। দেখা যায়, তাঁদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার মিল নেই। পরে ওই পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হলে, তাঁরা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এমন সাতজনকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।