পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি
পুলিশ সদর দপ্তরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া পৃথক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জনসহ মোট ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-প্রশাসন) মো. মাসুদুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ির মহালছড়ি ৬–এপিবিএনে পুলিশ সুপার হিসেবে বদলি করা হলো।
এদিকে আজ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এডিসি পদমর্যাদার পাঁচজন ও এসি পদমর্যাদার ছয়জনসহ মোট ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।