পুলিশ সদর দপ্তরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া পৃথক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জনসহ মোট ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়  পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-প্রশাসন) মো. মাসুদুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ির মহালছড়ি ৬–এপিবিএনে পুলিশ সুপার হিসেবে বদলি করা হলো।

আরও পড়ুন

তিন পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

এদিকে আজ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এডিসি পদমর্যাদার পাঁচজন ও এসি পদমর্যাদার ছয়জনসহ মোট ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।