ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ইউসুফ আলী (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ইউসুফ আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফ আলী ঢাকা মহানগরের কদমতলী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।