মহাসম্মেলন সফল করায় কৃতজ্ঞতা এবং দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ
ঢাকায় ওলামা মাশায়েখ মহাসম্মেলন সফল করায় সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। একই সঙ্গে মহাসম্মেলনের কারণে দুর্ভোগের শিকার হওয়া রাজধানীবাসী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার বাসিন্দাদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার এক বিবৃতিতে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এ কথা জানান। ওলামা মাশায়েখ বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান ফজলুল করিম কাসেমী বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে ওবায়দুল্লাহ ফারুক বলেন, ‘ওলামা মাশায়েখসহ তৌহিদী জনতার অংশগ্রহণে মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছিল, যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল ও সার্থক করার জন্য আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সার্বিক সহযোগিতায় এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানান।