দেশি–বিদেশি দৌড়বিদ নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ করা হয়। ঢাকা, ২৫ জানুয়ারিছবি: আইএসপিআর

দেশি-বিদেশি দৌড়বিদদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল শুক্রবার ম্যারাথন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইসে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ম্যারাথনে ৫৯ জন বিদেশি নারী ও পুরুষ দৌড়বিদ ফুল ম্যারাথন (৪২ দশমিক ১৯৫ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। আর ৫ হাজার ৮০৬ বাংলাদেশি ম্যারাথনার ফুল ও হাফ ম্যারাথনে (২১ দশমিক ০৯৭ কিলোমিটার) অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

অংশগ্রহণকারী বিদেশি দৌড়বিদদের মধ্য থেকে ফলাফলভিত্তিক স্থান অর্জনকারী প্রথম পাঁচজন করে বিদেশি এলিট পুরুষ ও মহিলা এবং পাঁচজন করে সাফ পুরুষ ও মহিলা ফুল ম্যারাথনারকে আকর্ষণীয় সম্মাননা দেওয়া হবে। একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি ফুল ম্যারাথনার এবং ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি হাফ ম্যারাথনারদের আর্থিক সম্মাননা দেওয়া হবে।

উদ্বোধনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, বিভিন্ন স্পন্সরবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিরা এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদরা উপস্থিত থাকবেন।