ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতই থাকছে, আফতাবনগরে বসছে না পশুর হাট

পশুর হাটফাইল ছবি: প্রথম আলো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। ফলে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আফতাবনগরে পশুর হাট বসাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পৃথক ইজারা বিজ্ঞপ্তির অংশবিশেষের বৈধতা নিয়ে আফতাব নগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল গত মাসে হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। হাইকোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পৃথক ইজারা বিজ্ঞপ্তিতে উল্লেখিত আফতাবনগরে পশুর হাট বসানো–সংক্রান্ত অংশবিশেষের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন।

এ আদেশ স্থগিত চেয়ে উত্তর সিটি করপোরেশের বিজ্ঞপ্তি অনুসারে ইজারা প্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত নূরুল হক আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন। চেম্বার আদালত হয়ে আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে নূরুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মজিবুর রহমান ও হোসাইন আহমেদ আশিক। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোতাহার হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শামীম হোসেন।

পরে আইনজীবী এস এম শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আফতাব নগরস্থিত কয়েকটি ব্লক, সেকশন ও খালি জায়গায় পশুর হাট বসানো–সংক্রান্ত উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশের পৃথক ইজারা বিজ্ঞপ্তির অংশবিশেষের কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেন। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি অনুসারে ইজারাপ্রক্রিয়ায় অংশ নিয়ে নির্বাচিত ইজারাদার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না। আফতাবনগরে হাট বসানোয় দক্ষিণ সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির অংশবিশেষের কার্যক্রম স্থগিত আছে। কেননা, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কেউ আবেদন করেননি।’

গত ১৬ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা অপর এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং তৎসংলগ্ন খালি জায়গাসহ নয়টি স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশু বিক্রির জন্য ইজারা আহ্বান করা হয়। ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই থেকে এইচ পর্যন্ত এবং সেকশন ১ ও ২-এর খালি জায়গাসহ ১১টি স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশু বিক্রির জন্য ইজারা আহ্বান করা হয়। ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।