গণ-অভ্যুত্থানের বর্ষপূতির অনুষ্ঠান পালনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী (মাঝে বিরতি দিয়ে) অনুষ্ঠান করবে সরকার। এই অনুষ্ঠানগুলো পালনের লক্ষ্যে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এই কমিটির সহসভাপতি এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্য হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরো জুলাই মাস ধরে আন্দোলন হয়। ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে জুলাই গণ-অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলা হয়। এই জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ৩৬ দিনের অনুষ্ঠান আয়োজনের কথা জানাল সরকার। এ জন্য কোন দিন কী অনুষ্ঠান হবে, তা-ও জানানো হয়েছে।