আয়রনম্যান মালয়েশিয়া, সফলতার পথে ৮ বাংলাদেশি

আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করার পর মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। আজ লাংকাউইতে
ছবি: সংগৃহীত

আয়রনম্যান মালয়েশিয়া অংশ নেওয়া বাংলাদেশি ট্রায়াথলেটের মধ্যে তিনজন সফলভাবে প্রতিযোগিতা শেষ করেছেন। বাকি দুজনও সফলভাবে প্রতিযোগিতা শেষ করার পথে আছেন। আর আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতায় বাংলাদেশি তিনজন সফলভাবে প্রতিযোগিতা শেষ করেছেন।

আজ শনিবার মালয়েশিয়ার লাংকাউইতে চলছে কঠিনতম ট্রায়াথলন আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতা। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়েছে পূর্ণ দূরত্বের আয়রনম্যান মালয়েশিয়া ২০২৩ ও অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০ দশমিক ৩ মায়লেশিয়া প্রতিযোগিতা।  

মালয়েশিয়ায় আজকের আয়োজনে বাংলাদেশের আটজন ট্রায়াথলেট একসঙ্গে অংশ নিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের তিন ক্রীড়াবিদ—মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, আরিফুর রহমান ও মিশু বিশ্বাস প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। ইমতিয়াজ এলাহী ও দ্রাবিড় আলম সাঁতার ও সাইক্লিং শেষ করে এখন দৌড় সম্পন্ন করছেন। আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতায় বাংলাদেশের তিন ট্রায়াথলেট সুলতান মাহমুদ, মাসুদ রানা ও সাকলায়েন রাসেল এরই মধ্যে সাঁতার, সাইক্লিং ও দৌড় সফলভাবে সম্পন্ন করেছেন।

আয়রনম্যান মালয়েশিয়ায় আরিফুর রহমান
ছবি: সংগৃহীত

আয়রনম্যান মালয়েশিয়া ২০২৩-এর মাধ্যমে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের সাতটি এবং অর্ধদূরত্বের আয়রনম্যান সম্পন্ন করলেন। এর মধ্যে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০ দশমিক ৩-এর মোট চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে।

আরাফাত আজ ১০ ঘণ্টা ৪৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পন্ন করেছেন। আয়রনম্যানের অফিশিয়াল অ্যাপ থেকে জানা যায় ৫২৬ জন প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ২৪তম। ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে তিনি পঞ্চম স্থানে রয়েছেন।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় মুঠোফোনে আরাফাত প্রথম আলোকে বলেন, ‘সময়ের দিক থেকে ফলাফল আরও ভালো হতে পারত। তবে আমি সাইক্লিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। ১৫ মিনিট বিশ্রাম নিতে হয়েছে।’

এরই মধ্যে আয়রনম্যান সম্পন্ন করেছেন আরিফুর রহমান। তাঁর সময় লেগেছে ১১ ঘণ্টা ৫৪ মিনিট ৯ সেকেন্ড। তাঁর অবস্থান ৬৬তম। ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের গ্রুপে ৬১ জনের মধ্যে তিনি রয়েছেন একাদশ স্থানে। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আরিফুর রহমানের এটি তৃতীয় আয়রনম্যান। গত মাসে ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি সফল হয়েছেন।  

আজ লাংকাউইতে আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করেন তিন বাংলাদেশি। বাঁ থেকে মাসুদ রানা, সুলতান মাহমুদ ও সাকলায়েন রাসেল
ছবি: সুলতান মাহমুদের সৌজন্যে

১২ ঘণ্টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে আজ আয়রনম্যান সম্পন্ন করেছেন মিশু বিশ্বাস। এ বছরের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নসহ মিশু বিশ্বাসের এটি পঞ্চম আয়রনম্যান প্রতিযোগিতা। তিনি ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে তাঁর অবস্থান নবম। সবার মধ্যে রয়েছেন ৮৭তম স্থানে। মিশু বিশ্বাস বাংলাদেশ পুলিশের ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)।

৯ ঘণ্টা ১৮ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া শীর্ষ স্থানে রয়েছেন রোমানিয়ার টমা আলেক্সান্দ্রু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের আই এ জি গন (৯ ঘণ্টা ২৮ মিনিট ৩ সেকেন্ড) ও দক্ষিণ কোরিয়ার স্যাং হোয়ান ওহ (৯ ঘণ্টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ড)।

৭০ দশমিক ৩ আয়রনম্যানে সফল ৩ জন

আয়রনম্যান ৭০ দশমিক ৩ হলো অর্ধদূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা। আজ লাংকাউইতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০ দশমিক ৩ মালয়েশিয়ায় অংশ নিয়ে তিন বাংলাদেশিই সফল হয়েছেন।

নির্ধারিত দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড় সম্পন্ন করতে সুলতান মাহমুদের সময় লেগেছে ৬ ঘণ্টা ৪৭ মিনিট ৯ সেকেন্ড। মোট ৫১০ জন্য প্রতিযোগীর মধ্যে তিনি আছেন ২৬৪তম স্থানে। ৪০ থেকে ৪৪ বয়স গ্রুপে ৭৪ জন প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ৩৫তম। সুলতান মাহমুদের এটি দ্বিতীয় আয়রনম্যান। গত বছর নভেম্বরে তিনি পূর্ণ দূরত্বের আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। সুলতান মাহমুদ দি সিটি ব্যাংকের হেড অব এমপ্লয়ি রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নেওয়া আট বাংলাদেশি—(বাঁ থেকে) মাসুদ রানা, মিশু বিশ্বাস, সামছুজ্জামান আরাফাত, ইমতিয়াজ এলাহী, দ্রাবিড় আলম, সাকলায়েন রাসেল, সুলতান মাহমুদ ও আরিফুর রহমান
ফাইল ছবি

৭ ঘণ্টা ৫৫ মিনিট ২০ সেকেন্ড সময়ে আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করেছেন মাসুদ রানা। এটিই তাঁর প্রথম কোনো আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ। তাঁর অবস্থান ৪৪৩তম। ৪০ থেকে ৪৪ বয়স গ্রুপে তিনি পেয়েছেন ৬৫তম স্থান।

সাকলায়েন রাসেল আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করতে আজ সময় নিয়েছেন ৮ ঘণ্টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ড। তাঁর অবস্থান ৪৯৮তম। এটি তাঁর দ্বিতীয় আয়রনম্যান। পেশায় চিকিৎসক সাকলায়েন রাসেল ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান। ৪০-৪৪ বছর বয়স গ্রুপে তিনি অংশ নিয়েছেন।

সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা, সেটির নাম ট্রায়াথলন। ট্রায়াথলন যাঁরা করেন, তাঁদের বলা হয় ট্রায়াথলেট। এক দিনের ট্রায়াথলনের কঠিন প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বিভিন্ন দেশে বছরজুড়ে এই আয়োজন করে থাকে।

আয়রনম্যান মালয়েশিয়া ও আয়রনম্যান ৭০ দশমিক ৩ মালয়েশিয়ায় বাংলাদেশের ক্রীড়াবিদ অবস্থান জানা যাবে ‘আয়রনম্যান ট্র্যাকার’ অ্যাপ থেকে।