স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

প্রতীকী ছবি



২০ বছর আগে চট্টগ্রাম নগরে স্বামীকে হত্যার অভিযোগে করা মামলায় নারগিস আক্তার নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ওই নারী জামিনে বেরিয়ে পালিয়ে গেছেন।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের মার্চ মাসে নারগিসের সঙ্গে ফারুক হোসেনের বিয়ে হয়। ১৭ জুন রাতে ফারুক মারা যান। নারগিস শ্বশুরকে খবর দেন তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ  প্রাথমিকভাবে নিশ্চিত হন ফারুককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফারুকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে হালিশহর থানায় নারগিসের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ডিসেম্বর মাসে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, ফারুককে ধাতব পদার্থের আঘাতে আহত করার পর তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

২০১৭ সালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।