বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা। রোববার রাজধানীর আদাবরে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। রোববার রাজধানীর আদাবরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান হয়। 

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অতিথি হিসেবে ছিলেন রেনেসাঁ গ্রুপের পরিচালক আয়েশা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে  বাংলাদেশ ইউনিভার্সিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় দেশে–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন। তাঁরা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। 

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহাবুবুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউর পরিচালক কাজী তাইফ সাদাত। এ ছাড়া বিভাগীয় চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে বিইউর শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ–এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্র–ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।