দেশঘরের গানের আসরে আঞ্চলিক গান আর কিচ্ছা-পালা
আঞ্চলিক গান আর কিচ্ছা-পালায় সম্পন্ন হলো ছায়ানটের বিশেষ আয়োজন ‘দেশঘরের গান’। সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতজ্ঞ ওয়াহিদুল হক দেশের ঐতিহ্যবাহী লোকসংগীতের পরিচর্যায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর স্মরণেই ছায়ানট বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত নিয়ে বিশেষ এ আয়োজন করে থাকে।
আজ শনিবার সকাল ১০টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে দেশঘরের গানের আসর বসেছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী কাননবালা সরকার। পরে তিনি লোকসংগীত পরিবেশন করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়। ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
আলোচনার পর ছিল আঞ্চলিক গানের পরিবেশনা। খুলনা অঞ্চলের গান শোনান গুরুপদ গুপ্ত, পটুয়াখালীর গান পরিবেশন করেন বাদল রহমান, ময়মনসিংহের গান করেছেন জয়িতা অর্পা, হবিগঞ্জের গান গেয়েছেন বিমলেন্দু দাশ।
গান ছাড়াও ছিল কিচ্ছা-পালা। এটি পরিবেশন করেন জামালপুরের ইদু বয়াতি ও তাঁর দলের শিল্পীরা।