গণ-অভ্যুত্থানের সহিংসতার আরও ১৫ মামলায় অভিযোগপত্র দিল পুলিশ

পুলিশ সদর দপ্তরফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া আরও ১৫টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা রয়েছে পাঁচটি, বাকিগুলো অন্যান্য ধারার মামলা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি হত্যা মামলার মধ্যে তিনটি শেরপুর, একটি কুড়িগ্রাম ও একটি চট্টগ্রাম মহানগর এলাকার। অন্যদিকে ঢাকা ও বরিশাল মেট্রোপলিটন এলাকায় একটি করে এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি, সিরাজগঞ্জে দুটি ও পাবনায় একটি মামলা রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আরও দুটি মামলার তদন্ত করছে।

এর আগে গণ-অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলার মধ্যে ১২টির অভিযোগপত্র দেওয়া হয়েছে চলতি মাসের ১৮ তারিখে। এর মধ্যে ৩টি হত্যা মামলা এবং অন্যান্য ধারার ৯টি মামলা রয়েছে।

গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনার মামলাগুলো তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও নিবিড় তদারকি করছেন বলে জানিয়েছে পুলিশ।