পুড়িয়ে হত্যার ২৮ বছর পর দিনাজপুরে তিন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আবুল হক (৫০) নামের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চিরিরবন্দর উপজেলার নান্দাইল ভজুপাড়া গ্রামের মোফিল শাহা (৬২), তাঁর ছেলে হামিদুল হক (৪৫) এবং একই গ্রামের বাসিন্দা বাবুল হোসেন (৪০)। মামলায় দুজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক রাজ্জাকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার নান্দাইল গ্রামের আবুল হকের সঙ্গে জমিজমা নিয়ে আসামিদের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। ১৯৯৫ সালের এপ্রিল মাসে গভীর রাতে আবুল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেন আসামিরা। আগুনে দগ্ধ হয়ে আবুল হক মারা যান। অগ্নিকাণ্ডে গোলার ধান, টাকাপয়সা, দুটি গরু, তিনটি ছাগল মারা যায়।

এ ঘটনার পরের দিন চিরিরবন্দর থানায় আবুল হকের ছেলে ইন্তাজ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ ২৮ বছর পর সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে মামলার রায় ঘোষণা করেন আদালত।

মামলাটি পরিচালনায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ছিলেন আইনজীবী রবিউল ইসলাম। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।