হাইকোর্ট
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ন্যূনতম ৩৭২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে—ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা এমন শর্তের প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

গত ১৬ এপ্রিল বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৭২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তির এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ১২ জুন রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আগে ওই শর্তের বিষয়ে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি প্রথম আলোকে বলেন, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৭২ নম্বর পেতে হবে; অর্থাৎ ওই দুই বিষয়ে ৯৩ শতাংশ নম্বর পেতে হবে। আইন অনুযায়ী ৮০ নম্বর পেলেই যেখানে জিপিএ-৫ হচ্ছে, অথচ বুয়েট কর্তৃপক্ষ ওই দুটি বিষয়ে ৯৩ শতাংশ নম্বর থাকতে হবে বলেছে। এটি সরকারের আইনের পরিপন্থী। পূর্ববর্তী কোনো শিক্ষাবর্ষে ভর্তিতে কোনো শর্ত ছিল না। সংবিধানের ২৮(৩) অনুচ্ছেদ অনুসারে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না। ওই শর্ত সংবিধানের এই অনুচ্ছেদেরও পরিপন্থী।

বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা কেন বেআইনি হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারী এই আইনজীবী।

বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৪০০ মধ্যে ন্যূনতম ৩৭২ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে, ভর্তি বিজ্ঞপ্তির এই অংশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, বুয়েটের উপাচার্য, রেজিস্ট্রার ও স্নাতক প্রথম বর্ষে ভর্তি কমিটির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০ জুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ১২৭ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পান।