এবি ব্যাংক, রাজউক এবং এসভিসি ঝিলমিল–এর মধ্যে চুক্তি সই
এসক্রো এজেন্ট হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঝিলমিল রেসিডেন্সিয়াল বিডি লিমিটেডের সঙ্গে এবি ব্যাংক লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।
রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসভিসি ঝিলমিল রেসিডেন্সিয়াল বিডি লিমিটেডের চেয়ারম্যান শরিফাহ সাবরিনা আবদুল্লাহ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি