সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল রাষ্ট্রপতির কাছ থেকে প্রাণ ভিক্ষা পাওয়া তাহেরপুত্রের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার খবরটি। আরেকটি খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। সেটি হলো এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর পাঠানোর খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘আমার চেয়ে খারাপ লোক এ জেলায় নাই’

এইচএম আফতাব উদ্দিন বিপ্লব
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার জেলার তেওয়ারীগঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে নিজেকে ‘খারাপ মানুষ’ হিসেবে অভিহিত করেন বিপ্লব। প্রায় ১১ মিনিটের বক্তব্যর একপর্যায়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ ভয় পাবেন না। ধৈর্য ধরেন। আমার চেয়ে খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না।’ বিস্তারিত পড়ুন...

এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

পুলিশ সদর দপ্তর

অসদাচরণের দায়ে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মো. শাহেদ ফেরদৌসের (রানা) বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলকে এখন কীভাবে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

ইরানের জাতীয় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশটির ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। তেহরান, ইরান, এপ্রিল ১৭, ২০২৪
ছবি: রয়টার্স

নেতানিয়াহুর প্রধান সমর্থক ও সহযোগী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন সবার কাছে অনেকটা দৃশ্যমান হয়ে গেছেন। বিশ্ব জনমত তাঁর বিপক্ষে চলে যাচ্ছে। নেতানিয়াহুর গোঁয়ার্তুমির কারণে ইসরায়েলে অনেকটা বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়ছে।  বিস্তারিত পড়ুন...

এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু

অপু বিশ্বাস– শাকিব ও বুবলী
কোলাজ

পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অপু বলেন, ‘আসলে এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই। সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে।’ বিস্তারিত পড়ুন...

টাইব্রেকারে হেরে ম্যানচেস্টার সিটির বিদায়, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

রুডিগারকে নিয়ে রিয়াল খেলোয়াড়দের জয়ের আনন্দ
এক্স

টাইব্রেকারের শেষ শটে আন্তনিও রুডিগার বলই জালে জড়ালেন না, প্রায়শ্চিত্তও করলেন। তাঁরই ভুলে ম্যাচে সমতা এনেছিল ম্যানচেস্টার সিটি, অতিরিক্ত সময়ে গোলের সবচেয়ে বড় সুযোগটিও মিস করেছেন তিনিই। শেষ পর্যন্ত সেই রুডিগারের শটেই টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন