বিকেল ৪টার পরও ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে অনেকে

গাজীপুর সিটির ৪ নম্বর ওয়ার্ডের হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫২ মিনিটে
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সময় শেষ হয়েছে। তবে দীর্ঘ সময় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি অনেকে। এতে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এমন অভিযোগ উঠেছে গাজীপুর সিটির ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এটি নারী ভোটকেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, ইভিএমে ভোট দিতে গিয়ে নারীরা বেশি সমস্যায় পড়েছেন। এ কারণে তাঁদের দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে।

ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিকেল ৪টায় ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়। তখনও অর্ধশতাধিক নারী লাইনে ছিলেন। ভোট গ্রহণের সময় শেষ হলে কেন্দ্রটির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা ছিলেন, তাঁরা ভোট দিতে পারছিলেন।

বিকেল পৌনে ৪টার দিকে অন্তত তিনজন নারী দাবি করেন, তাঁরা সকাল ৯টায় কেন্দ্রে এসেছেন। সারথী রানী নামে তাঁদের একজন প্রথম আলোকে বলেন, প্রথমে অনেক লম্বা লাইন ছিল। ভোট গ্রহণে দেরি হচ্ছে। তাই লাইন এগোচ্ছে কম।

কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা দুজন জানান, তাঁরা বেলা সাড়ে ১১টায় লাইনে এসে দাঁড়ান। অপর একজন বলেন, তিনি দুপুর ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

আরেকজন জানান, বেলা ১টা থেকে তিনি লাইনে আছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান অনেকে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, এখানে বয়স্ক মানুষ একটু বেশি। নারীরা একটু বেশি সমস্যায় ভুগছেন ইভিএমে ভোট দিতে গিয়ে। এ কারণে এখানে ভোট শেষের পথেও অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

মনির হোসেন আরও বলেন, নারীরা ইভিএমে ভোট দিতে অনেক সময় নিচ্ছেন। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ। তবে ভোটকেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁরা ভোট দিতে পারবেন।