ঢাকার ফুটপাত দখল ও বিক্রি বন্ধে পদক্ষেপের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ

হাইকোর্ট ভবনফাইল ছবি

ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা এবং ফুটপাত দখল বন্ধে ব্যবস্থা নিতে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

ঢাকার ফুটপাত দখল ও বিক্রি করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২২ সালের নভেম্বরে একটি রিট করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা ৬০ দিনের মধ্যে দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়। আর কেউ যাতে ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে তদারকি দল (মনিটরিং টিম) গঠন করতেও নির্দেশ দেওয়া হয়।

আদেশ বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি আদালতে তুলে ধরে শুনানি করেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত হচ্ছে জনগণের চলাচলের জন্য, তা দখল ও বিক্রি করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা অর্থ উপার্জন করছেন। এই কার্যক্রম বন্ধে আদালত নির্দেশনা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এমনকি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপের অগ্রগতিও জানানো হয়নি। যে কারণে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে আদালত ওই আদেশ দেন। আগামী সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।’