পাওনা টাকা চাওয়ায় ক্যানটিন ব্যবস্থাপককে ছাত্রলীগ নেতার ‘মারধর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলছবি: সংগৃহীত

পাওনা টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিন ব্যবস্থাপককে মারধর ও তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগটি ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

সূর্যসেন হলের ক্যানটিন ব্যবস্থাপক মো. ফাহিম হল প্রাধ্যক্ষের কাছে হামলার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, আজ সোমবার দুপুরে সূর্যসেন হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে৷

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন ওরফে অভি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত।

লিখিত অভিযোগে মো. ফাহিম বলেন, ‘আজ দুপুরের খাবারের সময় আমি ক্যানটিনে ক্যাশ কাউন্টারে বসা ছিলাম। এমন সময় আরাফাত হোসাইন এসে আমার কাছে খাবার চান। আমি তাঁকে খাবার দিই এবং আগের বাকি থাকা ২ হাজার ৬৫০ টাকা তাঁর কাছে চাই। এতে তিনি আমার ওপর অতর্কিত হামলা করে বসেন। এ সময় তিনি আমার শরীরে হাত তোলেন এবং আমাকে ও আরেক ব্যবস্থাপককে দুই দফা মারধর করেন। আরাফাত আমার দাড়ি, শার্ট, লুঙ্গি ও গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরুপায় হয়ে ক্যানটিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নিই।’

এর আগে তিনবার পাওনা টাকা চাওয়ায় আরাফাত তাঁকে কক্ষে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন ফাহিম। হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে আজ বিকেলে ছাত্রলীগ নেতা আরাফাত হোসাইনের মুঠোফোনে একাধিক কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রথম আলোকে বলেন, ‘আরাফাত বর্তমানে ছাত্রলীগে নিষ্ক্রিয়। অপরাধ করে থাকলে অবশ্যই তাঁর শাস্তি হওয়া উচিত। ভুক্তভোগীর পক্ষ থেকে ছাত্রলীগের কাছে অভিযোগ করলে আমরাও অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

এ ঘটনার বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ক্যানটিন ব্যবস্থাপকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি ৷ তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করে দেওয়া হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’