চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছেন ৩৮ জন। আগের সব রেকর্ড ভেঙে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৪৯০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৭২ জন রোগী।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যাই বেশি। এই বয়সের মোট ৪৭ জন এখন পর্যন্ত মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জনই নারী। এ ছাড়া মোট মৃত্যুর মধ্যে পুরুষ ১০১ ও নারী ১০০ জন।
সিটি করপোরেশনভিত্তিক হিসেবে এ বছর ঢাকা দক্ষিণ সিটিতে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সিটি করপোরেশনে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও দক্ষিণ সিটিতেই বেশি, ৮ হাজার ৮৭৭ জন। আর ঢাকা উত্তর সিটি এলাকায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এই সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ৮ হাজার ৩১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন এবং ঢাকা বিভাগের বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। সেখানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯০৪ জন। এর পরে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ৩ হাজার ৫৪৭ এবং ৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। বরিশালে মারা গেছেন ২৩ জন আর খুলনায় মৃত্যু হয়েছে ১২ জনের।