বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাথরশ্রমিক আহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ুন ফরিদ (২৪) নামের এক পাথরশ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত-কদমতলা এলাকায় মেইন পিলার ৭৩১ এর ৭ নম্বর সাব পিলার সংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পাথরশ্রমিক হুমায়ুন ফরিদ বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার তমিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আহ্বানে বেলা দেড়টার দিকে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় লোকজন ও গুলিবিদ্ধ পাথরশ্রমিকের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জামিরুল ইসলাম বলেন, সকালে ভারতীয় সীমান্তঘেঁষা কদমতলা এলাকায় মহানন্দা নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান হুমায়ুন। এর কিছুক্ষণ পর ভারতের ১৭৬ বিএসএফ ব্যাটালিয়নের মহানন্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে শ্রমিকদের তাড়িয়ে দিতে এসে গুলি ছোড়েন। এতে শ্রমিকেরা চলে আসার সময় একজন বিএসএফ সদস্যের ছোড়া গুলি হুমায়ুন ফরিদের দুই পায়ের ঊরুতে এসে লাগে। এতে তাঁর পা থেকে রক্ত ঝরতে থাকে। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শী পাথরশ্রমিক তরিকুল ইসলাম বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল সাড়ে আটটার দিকে কদমতলা এলাকাসংলগ্ন মহানন্দা নদীতে পাথর তুলতে যাই। সেখানে গিয়ে পরনের কাপড় বদলিয়ে পাথর তুলতে নামামাত্রই নদীর ওপারে ভারতীয় অংশের দিকে কাশফুলের গাছের আড়ালে থাকা ভারতীয় বিএসএফ সদস্যরা আমাদের পাথর তুলেতে নিষেধ করতে থাকেন। তাঁদের কথাবার্তা শুনে আমরা নদীর ওপরে উঠে আসতে থাকি। এ সময় পেছন থেকে একজন বিএসএফ সদস্য আমাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হুমায়ুন ফরিদের দুই পায়েরে ঊরুতে গুলি লাগে। পরে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। এখন আমি আহত হুমায়ুনের সঙ্গে রংপুর মেডিকেলে আছি। এখানে তাঁর চিকিৎসা চলছে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশির আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। চিকিৎসাধীন গুলিবিদ্ধ পাথরশ্রমিক শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের মাধ্যমে জেনেছেন।