এসইউবির লিডারশিপ সিরিজে বক্তব্য দিলেন গোলাম মুর্শেদ

লিডারশিপ সিরিজে বক্তব্য দেন গোলাম মুর্শেদ
ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে সম্প্রতি লিডারশিপ সিরিজের সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন গোলাম মুর্শেদ। গ্র্যাজুয়েশন শেষ করে মাত্র ১৭ দিনের মাথায় একটি কোম্পানিতে যোগ দিয়ে সেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হয়ে ওঠার কথা শোনান। সফলতার চাবিকাঠি হিসেবে তিনি বলেন, সফলতার জন্য প্রথমেই স্থিতিশীল হতে হবে। এক জায়গায় থিতু হয়ে কাজ করে যেতে হবে, সময় দিতে হবে। অস্থির হওয়া যাবে না।

শিক্ষাজীবনেই ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে পরিপূর্ণ ধারণা নেওয়ার পরামর্শ দেন গোলাম মুর্শেদ। এতে যেমন শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই পুরোদমে চাকরিতে ঢুকে যেতে পারবেন, সেই সঙ্গে মেধা পাচারও কমে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন সহ–উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। সঞ্চালনা করেন ব্যবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক নিপা শাহা। অনুষ্ঠানে এসইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।