গাজীপুরে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬
গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের চাবি খুলে বের হওয়া গ্যাসে আগুন লেগে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আরও একজন মারা গেছেন।
মারা যাওয়া এই ব্যক্তির নাম লালন (২৪)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যান। এ নিয়ে আগুনের এই ঘটনায় ১৬ জন মারা গেলেন।
ইনস্টিটিউট সূত্র জানায়, লালনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
পরিবার জানায়, লালন পেশায় পোশাকশ্রমিক ছিলেন। তিনি কালিয়াকৈরের একটি কারখানায় কাজ করতেন। থাকতেন কালিয়াকৈরের তেলিরচালা এলাকায়। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। বাবার নাম ময়নাল হক। লালনের একটি শিশুসন্তান রয়েছে।
একই ঘটনায় দগ্ধ নাদিম (২২) নামের একজন গতকাল রাত সাড়ে আটটার দিকে এই ইনস্টিটিউটে মারা যান। তাঁর গ্রামের বাড়ি জামালপুরে। তিনিও পেশায় পোশাকশ্রমিক ছিলেন।
আগুনের এ ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলছেন, যাঁরা ভর্তি আছেন, তাঁদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
গ্যাসে আগুন লেগে মোট ৩৬ জনের দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে ১৩ মার্চ সন্ধ্যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায়। তাঁদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে কলোনি তৈরি করে ঘর ভাড়া দিয়েছেন। একটি ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। তিনি পাশের দোকান থেকে একটি সিলিন্ডার কিনে আনেন। সিলিন্ডার লাগানোর সময় চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে যায়।