নির্বাচনের পূর্বাপর সময় আমাদের জন্য ভালো নয়: রানা দাশগুপ্ত

যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত
ছবি: প্রথম আলো

জাতীয় নির্বাচনের পূর্বাপর সময় দেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভালো নয়। তাই শুধু আগামী দুর্গাপূজাকে সামনে রেখে শান্তিশৃঙ্খলার কথা ভাবলে হবে না; আগামী নির্বাচনের পূর্বাপর সময়ে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ও দেখতে হবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এসব কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘চার মাস পরই নির্বাচন। অভিজ্ঞতার আলোকে এই নির্বাচনের প্রায় ছয় মাস আগে থেকেই আমরা বলে আসছি, নির্বাচনের পূর্বাপর সময় আমাদের জন্য ভালো নয়। সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তার পরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। লক্ষণীয় বিষয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে কথা বলেছেন। এ থেকে পরিষ্কার যে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে ইতিমধ্যে যে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এখন রাজনৈতিক দলগুলোও তা বলছে।’

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, শুধু দুর্গাপূজাকে সামনে রেখে শান্তি–শৃঙ্খলার কথা ভাবলে হবে না; আগামী নির্বাচনের পূর্বাপর সময় নিয়েও সাম্প্রদায়িক পরিস্থিতি যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে না যায়, তার জন্য এখন থেকে প্রশাসন ও সব রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে।’

আগামী দুর্গাপূজার সময় যাতে কোনো দল রাজনৈতিক কর্মসূচি না দেয়, সে জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘সবাইকে বলি, দেশের সংখ্যালঘু জনজীবনে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা আজকে সময়ের দাবি।’

বর্তমান সরকার নির্বাচনে ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২২ ও ২৩ সেপ্টেম্বর গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ বিষয়ে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে এবং তা এখনো চলছে বলে জানান রানা দাশগুপ্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অমিতাভ বসাক ও সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি শ্যামল দেবনাথ।