সাধারণ মানুষ কেন অপরাজনীতির শিকার হলেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: বাসস

সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলেন, বিএনপির কাছে সেই প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।  

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন রাখেন। বিএনপির ডাকা অবরোধ-হরতাল কর্মসূচিতে সহিংস হামলায় দগ্ধ ব্যক্তিদের দেখতে আজ সেখানে যান তথ্যমন্ত্রী।

এ সময় হাছান মাহমুদের সঙ্গে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, অগ্নিসন্ত্রাসের শিকার হয়ে যেসব মানুষ হাসপাতালে কাতরাচ্ছেন, তাঁদের খোঁজখবর নিতে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের সব চিকিৎসা ব্যয় সরকার বহন করছে। এই ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন এই ইউনিট প্রতিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁর নেতৃত্বে চিকিৎসা হচ্ছে। দলের পক্ষ থেকেও তাঁদের সহায়তা করা হবে।’

অসহায় মানুষদের যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এই নির্মমতা প্রকাশে ‘নিষ্ঠুরতা’, ‘হিংস্রতা’সহ যে শব্দগুলো বাংলা ভাষায় আছে, সেগুলো যথেষ্ট নয় বলে বেদনা প্রকাশ করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে যাঁরা চিকিৎসাধীন আছেন, সবাই গাড়ির চালক, সহকারী, রিকশাওয়ালা আর দু-একজন কর্মজীবী। সবাই সাধারণ মানুষ। তাঁদের কী অপরাধ! বিএনপির কাছে আমার প্রশ্ন, এই সাধারণ মানুষদের কী অপরাধ? তাঁরা কেন তাদের অপরাজনীতির, হিংস্রতার শিকার হলেন? এটির কোনো জবাব তাদের কাছে নেই।’