ট্রেনে ঢাকায় আসার পথে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় আসার পথে অসুস্থ হয়ে মোশাররফ হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। বুধবার এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রহিমা আক্তার প্রথম আলোকে বলেন, মোশাররফ হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার ট্রেনটি ঢাকার কমলাপুরে এসে পৌঁছালে তাঁকে স্টেশনে নামিয়ে দেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ সদস্যরা বেলা সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মোশাররফের শ্যালক শফিকুল ইসলাম। তিনি বলেন, তাঁর ভগ্নিপতি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এর আগে একবার স্ট্রোক করেছিলেন।
পুলিশ কর্মকর্তা রহিমা খাতুন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মোশাররফের লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।