নতুন বছরে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজপ্রতীকী ছবি

নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www. biman-airlines. com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় প্রমোকোড FLYBG 2025 ব্যবহার করলে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অফারটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।