আরও ভালো করতে হবে

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস। গতকাল মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনের সামনে
ছবি: আনিস মাহমুদ

নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ছাত্র যেমন হতে হবে, তেমনি ভালো মানুষও হতে হবে। পরিবার, সমাজ ও দেশ-জাতিকে এগিয়ে নিতে কাজের মধ্য দিয়ে আলো ছড়াতে হবে। মানুষ, প্রকৃতি ও পরিবেশের প্রতি থাকতে হবে মমত্ববোধ, ভালোবাসা।

মৌলভীবাজারে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার শিল্পীরা। পরে নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ। কৃতী শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আবৃত্তিশিল্পী তাওফিকা মুজাহিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আরও ভালো করতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে।’

প্রাবন্ধিক ও সাহিত্যের ছোট কাগজ ফসলের সম্পাদক মোহাম্মদ আবদুল খালিক বলেন, ‘তোমাদের কাছে একটাই প্রত্যাশা, স্বপ্ন। একটা সময়ে আলোকিত মানুষ হয়ে আলো ছড়াবে পরিবার, দেশ ও জাতির জন্য।’

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক রাশেদুল আলম প্রমুখ।

জেলার কমলগঞ্জের কৃতী শিক্ষার্থী ফারহানা রহমান বলে, ‘এখানে এসে আমার ও আমাদের বন্ধুদের অনেক ভালো লেগেছে। জিপিএ-৫ প্রাপ্তদের সম্মান জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি।’ রাজনগর উপজেলা থেকে আসা কৃতী শিক্ষার্থী সৌমিক নন্দী ও মোহাম্মদ মোতাহের হোসেন বলে, এ আয়োজনে এসে তাদের বেশ ভালো লেগেছে। বিশেষ করে অনেক বন্ধুর সঙ্গে দেখা হওয়ায়।

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় গত ১৬ জানুয়ারি থেকে চলছে এ সংবর্ধনা কার্যক্রম। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।