প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিলেন ১৫ প্রার্থী

ব্যালট বাক্স
প্রতীকী ছবি

সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন দলীয় প্রতীকে এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।  

আজ বৃহস্পতিবার ছিল এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা অনলাইনে ও সশরীর উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

দলীয় প্রতীকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ও মো. মামুনুর রশিদ, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর, মুক্তিজোটের মো. আকতার হোসেন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মজিবুর রহমান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আশরাফুল হোসেন (হিরো আলম), মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান প্রথম আলোকে বলেন, আগামী রোববার মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। সেদিন জানা যাবে এই উপনির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কে পারবেন না।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ১৭ জুলাই এই উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।  

আকবর হোসেন খান পাঠান সবার কাছে চিত্রনায়ক ফারুক নামে পরিচিত। গত ১৫ মে তিনি মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটি রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।

আরও পড়ুন