অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠা সেই কিশোর জামিন পেয়েছে
কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠা ১৪ বছর বয়সী এক কিশোর জামিন পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্টে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানান ডেপুটি অ্যার্টনি জেনারেল তানিম খান।
কক্সবাজারের টেকনাফে ১৪ বছর বয়সী এক কিশোরকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে তাকে আদালতে হাজির করতে ও মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গতকাল বুধবার রিট করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রিটটি আজ কার্যতালিকায় ওঠে।
ক্রম অনুসারে বিষয়টি উঠলে ডেপুটি অ্যার্টনি জেনারেল তানিম খান বলেন, কিশোর জামিন পেয়েছে। বের হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
এ সময় আসকের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই কিশোর জামিনে মুক্তি পাচ্ছে। রিটটি আগামী রোববার কার্যতালিকায় আসবে।
‘টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন’ শিরোনামে গত ৩০ নভেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ ওই কিশোরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন গতকাল সকালে আদালতে তুলে ধরেন।
গতকাল প্রতিবেদন উপস্থাপনের পর আদালত রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলে দুপুরে শুনানির জন্য রাখেন। এর মধ্যে আইন ও সালিশ কেন্দ্র গতকাল ওই রিট করে, যা বিকেলে সম্পূরক কার্যতালিকায় ওঠে।
গতকাল বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান আদালতে বলেন, ‘এক দিনের মধ্যে হালনাগাদ তথ্য জানানো যাবে আশা করছি।’ এরপর কিশোরটির বের হওয়ার তথ্য আজ সকালে আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ।