শুভসন্ধ্যা। আজ সোমবার। গতকাল মাদারীপুরের শিবচরে যে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে, আজও তা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। আর সেসব প্রতিবেদনে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নানা অপকীর্তি নিয়ে আজও ছিল একাধিক প্রতিবেদন। সেসব প্রতিবেদনে ভালো সাড়া পাওয়া গেছে। এ ছাড়া আজ বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন ছিল। সন্ধ্যার অবকাশে দেখে নিন আলোচিত পাঁচ খবর।
সাত মাস আগে ইমাদ পরিবহনে চালক হিসেবে যোগ দেন জাহিদ হাসান (৪০)। ওই পরিবহনের বাসগুলো খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় চলাচল করে। পরিবহন কোম্পানিটির চালকদের বাস চালাতে হয় অনেকটা বিরামহীনভাবে। বিস্তারিত পড়ুন...
দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশ ঊর্ধ্বতন সাবেক কোনো কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান তামিম ইকবাল। ব্যক্তিগত ১৪ রানে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম। এরপর লিটন তাঁর ৭০ রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের। এরপর মুশফিকুর রহিম। বিস্তারিত পড়ুন...
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের অকাস (এইউকেইউএস) জোটের কার্যক্রম অবধারিতভাবে এগিয়ে নিয়ে চলেছে। সম্প্রতি জোটটি যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগামী পাঁচ বছরের জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে পারমাণবিক সাবমেরিনগুলো নোঙর করার আশা করছে। বিস্তারিত পড়ুন...
ইনস্টাগ্রাম থেকে শুরু বলিউড সিনেমার গানে বরবারই আবেদনময়ী রূপে পাওয়া যায় মালাইকা অরোরাকে। তাই তাঁর নামের সঙ্গে বারবার জুড়ে দেওয়া হয় ‘সেক্স সিম্বল’ তকমা। বিষয়টি নিয়ে মালাইকা নিজে কখনো কথা বলেননি। অবশেষে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তিনি নীরবতা ভাঙলেন। কী বললেন তিনি? বিস্তারিত পড়ুন...