সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। গতকাল মাদারীপুরের শিবচরে যে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে, আজও তা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। আর সেসব প্রতিবেদনে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নানা অপকীর্তি নিয়ে আজও ছিল একাধিক প্রতিবেদন। সেসব প্রতিবেদনে ভালো সাড়া পাওয়া গেছে। এ ছাড়া আজ বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন ছিল। সন্ধ্যার অবকাশে দেখে নিন আলোচিত পাঁচ খবর।

ঘুম চোখে গাড়ি চালানোর পরিণতি, ৩০ ঘণ্টার বেশি বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক

খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি পদ্মা সেতুতে ওঠার আগে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ছিটকে পড়ে। বাসটি দুমড়েমুচড়ে যায়। গতকাল সকালে শিবচরের কুতুবপুরে
ফাইল ছবি

সাত মাস আগে ইমাদ পরিবহনে চালক হিসেবে যোগ দেন জাহিদ হাসান (৪০)। ওই পরিবহনের বাসগুলো খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় চলাচল করে। পরিবহন কোম্পানিটির চালকদের বাস চালাতে হয় অনেকটা বিরামহীনভাবে।  বিস্তারিত পড়ুন...

আরাভের সঙ্গে পুলিশের সাবেক কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

আরাভ খান
ছবি: সংগৃহীত

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশ ঊর্ধ্বতন সাবেক কোনো কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...

সিলেটে মুশফিক-ঝড়ের পর বৃষ্টি

রেকর্ডগড়া সেঞ্চুরির পর মুশফিকের উল্লাস
শামসুল হক

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান তামিম ইকবাল। ব্যক্তিগত ১৪ রানে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম। এরপর লিটন তাঁর ৭০ রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের। এরপর মুশফিকুর রহিম। বিস্তারিত পড়ুন...

চীনকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দুই জোট

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের অকাস (এইউকেইউএস) জোটের কার্যক্রম অবধারিতভাবে এগিয়ে নিয়ে চলেছে
ছবি : রয়টার্স

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের অকাস (এইউকেইউএস) জোটের কার্যক্রম অবধারিতভাবে এগিয়ে নিয়ে চলেছে। সম্প্রতি জোটটি যৌথভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আগামী পাঁচ বছরের জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে পারমাণবিক সাবমেরিনগুলো নোঙর করার আশা করছে।  বিস্তারিত পড়ুন...

‘সেক্স সিম্বল’ তকমা শুনতে ভালোবাসেন এই নায়িকা

ইনস্টাগ্রাম থেকে শুরু বলিউড সিনেমার গানে বরবারই আবেদনময়ী রূপে পাওয়া যায় মালাইকা অরোরাকে। তাই তাঁর নামের সঙ্গে বারবার জুড়ে দেওয়া হয় ‘সেক্স সিম্বল’ তকমা। বিষয়টি নিয়ে মালাইকা নিজে কখনো কথা বলেননি। অবশেষে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তিনি নীরবতা ভাঙলেন। কী বললেন তিনি? বিস্তারিত পড়ুন...