হেফাজতের সমাবেশে ‘নারী অবমাননার’ প্রতিবাদ উদীচীর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোগোফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের নামে কুৎসা রটানোর অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রকাশ্য সমাবেশে নারীদের অবমাননাকারী হেফাজত নেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে উদীচীর নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সম্মুখসারির নারী যোদ্ধাদের অবদানকে অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে।

উদীচী বলেছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমানাধিকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে; যা প্রকৃতপক্ষে নারীদের প্রতি দীর্ঘকাল ধরে চলে আসা বৈষম্য অবসানের সুযোগ তৈরি করবে। কিন্তু এসবের বিরোধিতা করার মাধ্যমে প্রকৃতপক্ষে হেফাজতে ইসলাম নারীদের অগ্রগতিকে রুদ্ধ করতে চায়। এটি বাংলাদেশের সার্বিক অগ্রগতিকেই বাধাগ্রস্ত করবে।

এমন প্রেক্ষাপটে যাচাই-বাছাই শেষে নারী সংস্কার কমিশনের প্রগতিশীল সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে উদীচী।