বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বই উৎসব-২০২৪ উদ্যাপিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত হয়। খ্রিষ্টীয় নতুন বছরের শুরুর দিনে সোমবার সারা দেশের সঙ্গে একযোগে এই প্রতিষ্ঠানেও বই বিতরণ উৎসব উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে কলেজের অধ্যক্ষ বলেন, ‘বই জ্ঞান এবং কল্যাণের প্রতীক। তোমরা নিয়মিত বই পড়বে এবং বইয়ের যত্ন নেবে। দেশকে ভালোবাসবে। বড়দের সম্মান ও শ্রদ্ধা করবে।’
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বইয়ের গন্ধে মেতে ওঠে তারা। এ সময় অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বাংলা ও ইরেজি ভার্সনের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।