শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বৃক্ষ রোপণ করে

শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১ এপ্রিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মাসব্যাপী সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছে শক্তি ফাউন্ডেশন। এর মাধ্যমে ৫৫টি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসের সহযোগিতায়, ডিসি অফিস চত্বরে অথবা নির্দিষ্ট জাগায় বিভিন্ন ধরনের ৩ হাজার ১০০টি বৃক্ষ রোপণ করা হবে।

২ এপ্রিল থেকে ফেনী, নাটোর, বগুড়া ও নেত্রকোনায় বৃক্ষরোপণ শুরু হয়। এখন পর্যন্ত ৩১০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। নাটোর জেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। বগুড়া জেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

ফেনী জেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান। নেত্রকোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান। এ সময় শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে আরও ৩৩টি জেলায় এই উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞপ্তি