ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন
দেশের বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাদের মোতায়েন করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন।’
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চলছে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়। আজ সারা দেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে তিনজন, রংপুরে একজন ও ঢাকায় একজন রয়েছেন।