নতুন বাজেটে হাইটেক পার্কে সুবিধা কমছে

বাজেট ২০২৪-২৫

নতুন অর্থবছরের বাজেটে হাইটেক পার্ক–সংক্রান্ত সুবিধা কমিয়ে আনা হয়েছে। পার্কের প্রতিষ্ঠানের আমদানিকৃত যন্ত্রাংশ ও সামগ্রীর ওপর আমদানি শুল্ক বসছে। হাইটেক পার্কের সুবিধা সরকারি পার্কে সীমাবদ্ধ রাখা। এ ছাড়া পার্কের যানবাহন আমদানিতে সব ধরনের শুল্ক কর দিতে হবে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তুলে ধরেন।

হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান এত দিন মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী আমদানিতে রেয়াতি সুবিধা পেয়ে আসছিল। নতুন বাজেটে এবার থেকে এসব পণ্যসামগ্রীর আমদানিতে ১ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
হাইটেক পার্কে বিনিয়োগে কর অবকাশ সুবিধা, যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়, উৎপাদিত পণ্যে ভ্যাট অব্যাহতিসহ নানা ধরনের সুবিধা ছিল।
সরকার নতুন অর্থবছরের বাজেটে অনেক সুবিধাই কমিয়ে আনছে। যেমন অর্থমন্ত্রী সুপারিশ করেছেন, হাইটেক পার্কের সুবিধা কেবল সরকারি হাইটেক পার্কেই যেন সীমাবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক রেয়াতি বা অব্যাহতি সুবিধায় আমদানিসংক্রান্ত এসআরওর সংশোধনেরও সুপারিশ করেন অর্থমন্ত্রী।

হাইটেক পার্কের ডেভেলপারদের উন্নয়নকাজে ব্যবহৃত পণ্য আমদানিতে কোনো আমদানি শুল্ক দিতে হতো না। তবে এবার থেকে আমদানি শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।  
হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান যেসব যানবাহন আমদানিতে সব ধরনের শুল্ক কর অব্যাহতি পেয়ে আসছে, বাজেটে এ ক্ষেত্রে শুধু আমদানি শুল্ক অব্যাহতি প্রদান করে আমদানি পর্যায়ের অন্যান্য সব শুল্ককর আরোপের সুপারিশ রয়েছে।