বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতির প্রশংসা করলেন আয়ারল্যান্ডের মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত আয়ারল্যান্ডের বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি। ঢাকা, ১৮ মার্চছবি: পিআইডি

বিশ্বের বিভিন্ন পরাশক্তিসহ চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলছে বাংলাদেশ। বাংলাদেশের এই ভারসাম্যপূর্ণ কূটনীতিকে প্রশংসা করেছেন ঢাকা সফররত আয়ারল্যান্ডের বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি।

সোমবার বিকেলে আয়ারল্যান্ডের সফররত মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের চাপের মধ্যে নিরপেক্ষ কূটনীতি চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে সাধুবাদ জানান সাইমন কোভেনি। এ সময়ে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আশা প্রকাশ করেন। এ ছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা যেন অনারারি কনস্যুলেটে জমা নেওয়া হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের লক্ষ্যে রোববার বাংলাদেশ সফরে আসেন আয়ারল্যান্ডের বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি। তিনি তাঁর সরকারের ‘সেন্ট প্যাট্রিক ডে’ কর্মসূচির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশে সাত দিনের সরকারি সফর করছেন।