ডয়চে ভেলে একাডেমি প্রতিনিধির ইউল্যাব পরিদর্শন

পরিদর্শন শেষে ডয়চে ভেলে একাডেমির প্রতিনিধি নিল লেনজির সঙ্গে ইউল্যাবের শিক্ষকেরা
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিদর্শন করেছেন ডয়চে ভেলে একাডেমির প্রতিনিধি নিল লেনজি। সম্প্রতি তিনি ‘অ্যাডভাইস ফর বিগিনিং মিডিয়া রিসার্চার্স’ শীর্ষক একটি ফোরামে ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন।

আজ শনিবার ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তরুণ গবেষকদের উদ্দেশে নিল লেনজি বলেন, গবেষণার অনেক পদ্ধতি আছে। তবে নৈতিক দিকগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে সব সময় নিজস্বতা ফুটিয়ে তোলার পরামর্শ দেন তিনি।

ফোরামে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ও স্নাতক প্রোগ্রামের কো–অর্ডিনেটর সরকার বারবাক কারমাল ও জ্যেষ্ঠ প্রভাষক মো. আমিনুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, এমএসজে বিভাগের ডিন অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো ও ইউল্যাবের আন্তর্জাতিক সম্পর্কের পরিচালক জেনিফার হোসেইনের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন নিল লেনজি। সেখানে ডয়চে ভেলে ও ইউল্যাবের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তাঁরা। এ ছাড়া এমএসজে বিভাগের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন ডয়লে ভেলে প্রতিনিধি। পরে শিক্ষার্থীদের করা মিডিয়া প্রজেক্টগুলো পরিদর্শন করেন তিনি।