এতিম ও মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য প্রথম আলোর ইফতারি, রাতের খাবার

প্রথম আলোর পক্ষ থেকে আজ রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের দুই মাদ্রাসার ৯৫০ শিক্ষার্থীর জন্য ইফতারি ও রাতের খাবার দেওয়া হয়
ছবি: প্রথম আলো

প্রতিবছরের মতো এবারও মাদ্রাসাশিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য ইফতারির আয়োজন করেছে প্রথম আলো। রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারে অবস্থিত মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসা ও মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার ৯৫০ শিক্ষার্থীর জন্য আজ শনিবার প্রথম আলোর পক্ষ থেকে ইফতারি ও রাতের খাবার দেওয়া হয়।

রহমতে আলম ইসলাম মিশন পরিচালিত মাদ্রাসা দুটির শিক্ষার্থীদের জন্য ইফতারির মধ্যে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, আপেল, জিলাপি ও জুস। আর রাতের খাবার হিসেবে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়।

অনুষ্ঠানে মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম, মিশনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম ও মাদরাসা-ই-হেফজুল কোরআনের শিক্ষক হাফেজ মাওলানা জামসীদ হোসেন উপস্থিত ছিলেন। প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি শিক্ষার্থীদের হাতে ইফতারি ও খাবার তুলে দেন, সঙ্গে ছিলেন প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান। এ সময় প্রথম আলোর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম বলেন, ‘রহমতে আলম ইসলাম মিশনের দুই মাদ্রাসার ৯৫০ শিক্ষার্থী, মেহমান, শিক্ষক, কর্মীসহ মোট ১ হাজার লোক ইফতারি ও রাতের খাবারের আয়োজনে একত্র হয়েছি। ইফতারি ও খাবারের ব্যবস্থা করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। বহু বছর ধরে আমাদের প্রতিবেশী প্রথম আলো এভাবে রমজানে একদিন মেহমানদারি করায়। এই আয়োজনের জন্য প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি এতিমদের জন্য ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, ‘প্রতিবছর পবিত্র রমজান মাসে একটি দিন আমরা একত্র হই। আপনাদের সঙ্গে একত্রে ইফতার করি। এখানে যারা উপস্থিত হয়েছি, সবাই বাংলাদেশের নাগরিক। আমরা এই বাংলাদেশের উন্নতি ও কল্যাণ চাই। মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করি। আপনারা প্রথম আলোর জন্য ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলতে পারি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

ইফতারের আগে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম। মোনাজাতে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলো পরিবারের প্রয়াত সদস্যের জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, প্রথম আলোর কল্যাণ ও উন্নতি এবং জাতির কল্যাণে প্রথম আলো যেন সর্বশ্রেষ্ঠ দায়িত্ব পালন করতে পারে, সে জন্য দোয়া কামনা করা হয়।

আরও পড়ুন