তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন: কায়সার কামাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, ‘স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন। অবশ্যই সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাযসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আইনি বিষয় যেটি আমরা বলে আসছি সব সময়, আইন–আদালত–সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তাঁর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, প্রতিট মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন…।’ তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া, ফৌজদারি কার্যবিধি, আইন–আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলো আমরা মোকাবিলা করব।’
আইনজীবী কায়সার কামাল বলেন, ‘বিচারপতিদের একটা কোড অব কন্ডাক্ট আছে। এই কোড অব কন্ডাক্টের বাইরে যেসব বিচারক কাজ করেছেন, সে জন্য দেশের জনমনে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এই আস্থাহীনতা থেকে আস্থা–বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আইনজীবী হিসেবে আমরা প্রত্যাশা রাখি। কারণ দেশের সর্বোচ্চ আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল।’ তিনি অভিযোগ করেন, এই বিচার অঙ্গনকে কলুষিত করার প্রথম ও প্রধান কুশীলব হচ্ছেন খায়রুল হক (সাবেক প্রধান বিচারপতি)।…দেশের গণতন্ত্র হত্যা করার জন্য খায়রুল হক এককভাবে দায়ী।