কর্ণফুলীর এমডি মাজেদকে দায়িত্ব থেকে সরানো হলো

ছবি: ওয়েবসাইট

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ মাজেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রেষণে কর্মরত ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক রফিকুল ইসলামকে। শনিবার পেট্রোবাংলা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এম এ মাজেদ গত বছরের মে মাসে কেজিডিসিএলের এমডি পদে চলতি দায়িত্ব পান। তাঁর বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পায় পেট্রোবাংলা। পরে তাঁকে ওএসডি করে পেট্রোবাংলায় পাঠানো হয়েছে বলে কেজিডিসিএল সূত্র জানিয়েছে।

কেজিডিসিএলের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অবৈধ গ্যাস–সংযোগ দেওয়া, নিয়ম না মেনে পদোন্নতি দেওয়াসহ নানা অভিযোগ ছিল এম এ মাজেদসহ আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।