শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের জন্য ‘ভালো’ হয়েছে , তবে...
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশ থেকে জন্য ‘ভালো’ হয়েছে। তবে ‘এখন হিন্দুদের ওপর যে সহিংসতার ঘটনা ঘটছে, তা ভুল’।
বৃহস্পতিবার রো খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবাধিকার নিয়ে উদ্বেগ ছিল। তিনি চলে গিয়ে ভালো করেছেন। কিন্তু এখন হিন্দুদের টার্গেট করে যে সহিংসতা চালানো হচ্ছে, তা ভুল। প্রধানমন্ত্রী (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান) ইউনূসকে অবশ্যই আইনের শাসন বজায় রাখতে হবে এবং মন্দির বা কোনো রাজনৈতিক দল বা ভিন্ন মতাদর্শের মানুষকে টার্গেট করে যে সহিংসতা চালানো হচ্ছে তা প্রতিরোধ করতে হবে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে একপর্যায়ে দেশব্যাপী সংঘাত-সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে। আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। এক মাস ধরে চলা আন্দোলন ও সংঘর্ষে চার শতাধিক মানুষ প্রাণ হারায়। শেখ হাসিনার ওপর চাপ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়েন।
সরকারপ্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবার ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ঘটনার ধকল ‘কাটিয়ে উঠতে’ ও তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাতে শেখ হাসিনাকে সময় দিচ্ছে সরকার।
বিভিন্ন সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, তিনি ভারত থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা ভাবছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। তবে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এমন দাবি ঠিক নয় বলে জানিয়েছেন।