২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের
আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ৬ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
৬টি দাবি হলো: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী লীগের দোসরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া, গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, গণ-অভ্যুত্থানের সব অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন করা এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব ব্যক্তি ও সংগঠনকে স্বীকৃতি দেওয়া।
সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, যে দল ও প্রশাসন দেশের মানুষকে এত নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আহত ছাত্র-জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, তার পক্ষে কোনো কাজই সরকার করছে না।
এ সময় ৬ ফেব্রুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ।