সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার আলোচিত খবরগুলোর মধ্যে ছিল র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু নিয়ে পরিবারের দাবি নির্দোষ, র‍্যাব বলছে ‘প্রতারক’ খবরটি। পাঠকদের পছন্দের তালিকায় আরও ছিল ‘৭ বলে ৪ উইকেট, কার রেকর্ড ভেঙেছেন তাসকিন’। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

পরিবারের দাবি নির্দোষ, র‍্যাব বলছে ‘প্রতারক’

সুলতানা জেসমিন
ছবি: সংগৃহীত

র‌্যাবের হাতে আটকের পর অসুস্থ হয়ে পড়লে সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, তাঁরা জেসমিনের বিরুদ্ধে এর আগের কোনো মামলার তথ্য পাননি।

বিস্তারিত

ব্যাংকারকে পরানো হয় ‘বিশেষ চশমা’, দুই লাখ টাকা দিয়ে ছাড়া পান তিনি

ব্যাংকার সাইফুল ইসলামকে প্রাইভেট কারে তুলে ডাকাতির ঘটনায় এই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

সাইফুলের গলায় চাকু ধরে একজন বলেন, ‘এই একদম চুপ। চিৎকার করবি তো মরবি। ভালোয় ভালোয় যা কিছু আছে দিয়ে দে।’ এ সময় ডাকাতেরা সাইফুলের চোখে বিশেষ ধরনের কালো গ্লাস পরিয়ে দেন, এতে তিনি আর কিছু দেখতে পারছিলেন না।

বিস্তারিত

৭ বলে ৪ উইকেট, কার রেকর্ড ভেঙেছেন তাসকিন

৭ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ
ছবি: শামসুল হক

টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার টানা চার জয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ। ৭ বলের মধ্যে তাসকিনের  ৪ উইকেট। চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টিটা বাংলাদেশকে অনেকগুলো রেকর্ডই উপহার দিয়েছে।

বিস্তারিত

কঠিন শর্তে আরও চীনা ঋণ নিচ্ছে সরকার

ডলার
ছবি: সংগৃহীত

এসব ঋণের শর্ত হলো চীনের এক্সিম ব্যাংকই প্রকল্পের ঠিকাদার ঠিক করে দেবে। সুদের হার সোয়া ২ শতাংশের মতো হলেও ঋণ পরিশোধের সময় মাত্র ১৫ বছর। এ ছাড়া গ্রেস পিরিয়ড পাঁচ বছর। অর্থাৎ ২০২৩ সালে ঋণচুক্তি হলে ২০২৭ সাল থেকে ঋণ পরিশোধ শুরু হবে। ঋণ পরিশোধের সময়সীমা বেশ কম বলে ঋণের কিস্তির পরিমাণ তুলনামূলক বেশি হয়। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো সংস্থা থেকে ঋণ নিলে ৩০-৩৫ বছরে পরিশোধ করতে হয়।

বিস্তারিত

রাশিয়ার হাতে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র আছে: মস্কো

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র মস্কোর হাতে রয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ।

 বিস্তারিত