ঢাকায় ৩৩ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন রোববার

নির্বাচন কমিশন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রোববার ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। শনিবার পর্যন্ত ঢাকায় ৮০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।

ঢাকা জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রোববার ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই নিয়ে মোট মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১১৩। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও বিভিন্ন এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং একই আসন থেকে বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিকেলে এই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) দুই প্রার্থী। ঢাকা-১২ আসন (তেজগাঁও-রমনা) থেকে মনোনয়নপত্র নিয়েছেন ব্যবসায়ী শাহীন খান এবং ঢাকা-১৪ আসন (মিরপুর-শাহ আলী) থেকে মনোনয়নপত্র নিয়েছেন মাহাবুব মোড়ল।

এই দুই প্রার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা মূলত ১৭টি রাজনৈতিক দলের জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ থেকে আন্দোলন করছেন। দেশের মানুষ একটি পরিবর্তন চান। সুষ্ঠুভাবে নির্বাচন হলে তাঁরা জয়ী হবেন বলে আশাবাদী।

রোববার ঢাকা-২ আসনে ২টি, ঢাকা-৪ আসনে ৬টি, ঢাকা-৮ আসনে ৪টি, ঢাকা-৯ আসনে ১টি, ঢাকা-১১ ও ১২ আসনে দুটি করে, ঢাকা-১৩ আসনে ১টি, ঢাকা ১৪ আসনে ৭টি, ঢাকা ১৫ আসনে ২টি, ঢাকা-১৬ আসনে ৩টি, এবং ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি করে মোট ৩৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

তফসিল অনুসারে ৩০ নভেম্বর পর্যন্ত  প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।