ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’তে প্রথম আলোর নুসরাত জাহান

নুসরাত জাহান
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত জাহান। আজ মঙ্গলবার ইনমার অফিসিয়াল ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

নুসরাত জাহান ‘অ্যাডভার্টাইজিং’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর ডিজিটাল মিডিয়া বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. রায়হান রবিন।

গণমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সীদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়াং প্রফেশনালস ইনিশিয়েটিভ’–এর আওতায় এই পুরস্কার দিয়ে থাকে। এ বছর অ্যাডভার্টাইজিং, ডেটা, নিউজরুম, রিডার রেভিনিউ, লিডারশিপ এবং প্রোডাক্ট—এই ছয় ক্যাটাগরিতে ১৮ দেশের ২৭০ প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন পুরস্কার পেয়েছেন।

পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন ইনমার এক বছরের সদস্যপদ, দুটি মাস্টারক্লাস ট্রেনিং এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘ইনমা মিডিয়া ইনোভেশন উইক’–এ অংশগ্রহণের আমন্ত্রণ।

ইনমার এ পুরস্কারে ৩০ বছরের কম বয়সী, ক্যারিয়ারের প্রথম দিকে সফল, উদ্ভাবনের সৃজনশীলতা, প্রভাবিত করার ক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতায় পরিপক্বরা নির্বাচিত হয়ে থাকেন। নুসরাত জাহান প্রথম আলো ডিজিটাল আয়োজিত নানা ধরনের ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনকে নতুন নতুন উদ্ভাবনী ও কার্যকরী উদ্যোগের মাধ্যমে পাঠকদের কাছে সফলভাবে পৌঁছে দিতে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে তিনি ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবনী কৌশল ও টেকসই ভাবনার মাধ্যমে নেতৃত্ব দিতে চান।