ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি সেক্টর কমান্ডারস ফোরামের
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী সভাপতি নুরুল আলম বলেন, ১৯৭১ সালে যে কারণে এ দেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, এ দেশের মানুষকে লাঞ্ছিত-নির্যাতিত হতে হয়েছে; একইভাবে এখন ফিলিস্তিনিদের প্রাণ দিতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে নৈতিকভাবেই আমরা তাদের পাশে আছি। কিন্তু যারা মুখে মানবাধিকারের ফেরি করে, কিন্তু ইসরায়েলকে গণহত্যায় সমর্থন করছে, তাদের প্রতি ঘৃণা জানাই।’
সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের নেতা ও লেখক সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা শুধু নিজের দেশের নয়, বিশ্বের সব জাতিগোষ্ঠীর স্বাধীনতায় বিশ্বাসী। ফিলিস্তিন যেভাবে নিগ্রহের শিকার, এটা বিশ্ববাসী জানে, কিন্তু এটা থামাতে পারছে না। কারণ, পৃথিবীতে যত দেশে যত রকমের কুকর্মের নায়ক হচ্ছে যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের স্বাধীনতায় বিশ্বাসী সব দেশকে ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ঘৃণা ব্যক্ত করতে হবে। ফিলিস্তিনের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শাহজাহান মৃধা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি সেনারা প্রতিদিন মানুষ মারছেন। প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষ হত্যা করছেন।
সমাবেশে অন্য বক্তারা ফিলিস্তিনে গণহত্যা চালানোয় নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার দাবি জানান। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিও জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নেতা মনসুর আহমদ, কেন্দ্রীয় নারী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সারাবানু সূচি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মির্জা মুজিবুর রহমান প্রমুখ।