আরএফইডির সভাপতি সাইদুর, সাধারণ সম্পাদক মুকিমুল

সাইদুর রহমান ও মুকিমুল আহসান
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান।

আজ মঙ্গলবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে তানিয়া রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী ফরিদ, অর্থ সম্পাদক পদে আরিফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে বেলায়েত হোসাইন, দপ্তর সম্পাদক পদে সিরাজুস সালেকীন চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে গাজী শাহ নেওয়াজ, মাহমুদুল হাসান পারভেজ, কাওসারা চৌধুরী, সৈকত সাদিক ও হামিদ সরকার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোজের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আলমগীর।