কিশোরগঞ্জে উৎসবের আমেজে শুরু কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। আজ রোববার সকাল থেকে কিশোরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো শিক্ষার্থী জড়ো হয়েছে কিশোরগঞ্জ শহরতলির নেহাল গ্রিন পার্কে। তারা সবাই যোগ দিয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।

আজ সকাল আটটার দিকে এই উৎসব শুরু হয়। দিনের শুরুতেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন কিশোরগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। উৎসবের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম নৌশাদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার ও প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।

উৎসবে আসা শিক্ষার্থীদের হইহুল্লোড়ে পুরো প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। ছোট ছোট দলে চলছে আড্ডা। কেউ কেউ সেলফি তুলছে। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।