সংসদ সদস্য গোলাম ফারুকসহ ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকারের (প্রিন্স) বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আজ মঙ্গলবার ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোলাম ফারুক খন্দকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সাবেক এই সংসদ সদস্য বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ অভিযোগের ওপর আদালত শুনানি নিয়ে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
সোনালী লাইফ ইনস্যুরেন্সের আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির নিষেধাজ্ঞা পাওয়া অন্য কর্মকর্তারা হলেন ফৌজিয়া কামরুন, মোস্তফা কামরুস সোবহান, সাফিয়া সুবহান চৌধুরী, তাসনিয়া কামরুন, ফজলুতুন নেছা, নুর ই হাফজা ও মীর রাশেদ বীন আমান।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মোস্তফা গোলাম কুদ্দুসসহ অন্যরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেছেন।